চুক্তি
অর্থনীতি
0

ইইউর অর্থায়নে ৩ মিলিয়ন ইউরোর ট্যালেন্ট পার্টনারশিপ প্রকল্পের যাত্রা

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ৩ মিলিয়ন ইউরোর ট্যালেন্ট পার্টনারশিপ প্রকল্পের যাত্রা শুরু হলো। আজ (বুধবার, ১১ ডিসেম্বর) বিকেলে আইএলওর সহযোগিতায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ প্রকল্পটির কার্যক্রম শুরু হয়।

তিন বছরের এই প্রকল্পটি বাংলাদেশের শ্রমিকদের দক্ষতার ঘাটতি মোকাবিলা, অভিবাসন খরচ কমানো ও বিদেশ যেতে ইচ্ছুকদের ইইউ ভুক্ত দেশগুলোতে কাজের জন্য সুযোগ তৈরিতে কাজ করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন বলেন, 'এই প্রকল্পটি বাংলাদেশের জনশক্তিকে ইইউ ভুক্ত দেশগুলোতে শক্ত অবস্থান তৈরিতে সাহায্য করবে। ইইউর দেশগুলোর সাথে বাংলাদেশের সম্পর্ক বৃদ্ধিতেও কাজ করবে।'

প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, 'বাংলাদেশের দক্ষ জনশক্তির যে ঘাটতি ছিল তা পূরণে এই প্রকল্পটি ভূমিকা রাখবে।'

বিমানবন্দরে প্রবাসীদের জন্য সেবা আগের থেকে অনেক বেড়েছে উল্লেখ করে ড. আসিফ নজরুল বলেন, 'প্রবাসীরা যেন স্বল্প খরচে রেমিট্যান্স পাঠাতে পারে সে জন্য কাজ করছে অন্তর্বর্তী সরকার।'

ইএ