তিনি জানান, জ্বালানি তেল কিনতে সহযোগিতাসহ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় ও অবকাঠামো উন্নয়নে আগামী তিন বছরে ৪শ' থেকে ৫শ' কোটি ডলার ঋণ দেবে ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংক।
আইডিবি সাইক্লোন সেন্টার, বন্যায় অবকাঠামো ক্ষতিগ্রস্ত, প্রান্তিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, টুইন টাওয়ারের মতো বড় বড় বিল্ডিং করার মতো খাতে বিনিয়োগ করতে চায় বলেও জানান তিনি।
সাক্ষাৎ শেষে অর্থ উপদেষ্টা বলেন, ‘ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংকের সাথে খুব সুন্দর আলোচনা হয়েছে। তারা আমাদের সাইক্লোন সেন্টার, বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামোর উন্নয়ন, প্রান্তিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, টুইন টাওয়ারের মতো বড় বড় বিল্ডিং ও মেগা প্রজেক্টে বিনিয়োগ করতে চায়।’





