চুক্তি
অর্থনীতি
0

জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের এপিএ চুক্তি সই

আজ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের আওতাধীন দপ্তর/সংস্থার ২০২৪-২৫ অর্থবছরের এপিএ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। পরে ২০২২-২৩ অর্থবছরের এপিএ পুরস্কার ও ২০২৩-২৪ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব মো. নূরুল আলম। আজ (রোববার, ৩০ জুন) এই চুক্তি স্বাক্ষরিত হয়।

মো. নূরুল আলম বলেন, 'এপিএ সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে বিগত ২০১৭-১৮, ২০১৮-১৯ ও ২০২২-২৩ অর্থবছরে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ তৃতীয় স্থান অর্জন করে। সামনে আরও ভালো করবে। নতুন নতুন গ্যাস কূপ অনুসন্ধান, ওয়ার্কওভার কূপ খনন, গ্যাস উৎপাদন, এলএনজি আমদানি, জ্বালানি তেল আমদানি, গ্যাস ও তেল সঞ্চালন পাইপলাইন নির্মাণ, আইন/বিধি/নীতিমালা প্রণয়ন ইত্যাদি লক্ষ্যমাত্রা বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে অন্তর্ভুক্ত হওয়ার ফলে এ বিভাগের কার্যক্রমের গতি ব্যাপকভাবে প্রসারিত হয়েছে।'

এপিএ’তে লক্ষ্যমাত্রা অন্তর্ভুক্ত থাকার ফলেই দেশে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ করার কার্যক্রম ত্বরান্বিত হচ্ছে বলেও জানান তিনি।

২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করেন বিইআরসি’র চেয়ারম্যান মো. নুরুল আমিন, বিপিসি’র চেয়ারম্যান মো. আমিন উল আহসান, বিএমডি’র মহাপরিচালক মো. আব্দুল কাইউম সরকার, পেট্রোবাংলা’র চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার, হাইড্রোকার্বন ইউনিটের মহাপরিচালক মো. শামীম খান, জিএসবি’র মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. ইলিয়াস হোসেন, বিস্ফোরক পরিদপ্তরের প্রধান বিস্ফোরক পরিদর্শক সুলতানা ইয়াসমীন ও বিপিআই-এর মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) খেনচান।

২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সফলভাবে বাস্তবায়নের অংশ হিসেবে পেট্রোবাংলা- প্রথম স্থান, জিএসবি- দ্বিতীয় স্থান এবং বিএমডি- তৃতীয় স্থান অর্জন করে এবং পুরস্কারপ্রাপ্ত হন।

২০২৩-২৪ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার দপ্তর/সংস্থা প্রধান হিসেবে অর্জন করে বিপিআই-এর মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) খেনচান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ০২-৯ম গ্রেড হতে- যুগ্মসচিব মোহাম্মদ ফারুক হোসেন ও যুগ্মসচিব মোছা. মোর্শেদা ফেরদৌস, ১০-১৬তম গ্রেড হতে- প্রশাসনিক কর্মকর্তা দিনেশ চন্দ্র দাস ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মিলন হোসেন এবং ১৭-২০তম গ্রেড হতে- অফিস সহায়ক মো. এমদাদুল হক ও অফিস সহায়ক মো. শাহিনুর ইসলাম পুরস্কার অর্জন করেন।

—প্রেস বিজ্ঞপ্তি