শিল্প-কারখানা
অর্থনীতি
0

শিল্পাঞ্চলের পোশাক কারখানায় পুরোদমে শুরু হয়েছে কার্যক্রম

মজুরি, হাজিরা বোনাস, শ্রমিক ছাটাই বন্ধ, নিয়োগসহ নানা দাবিতে ঢাকার শিল্পাঞ্চল সাভার, আশুলিয়া, ধামরাই ও গাজীপুরে গত কয়েকদিন ধরে শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটে। তবে সকাল থেকেই এই এলাকার বেশিরভাগ পোশাক কারখানায় কার্যক্রম পুরোদমে চলছে।

আজ রবিবার (৮ সেপ্টেম্বর) থেকে বেলা বেলা ১১টা পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় গত কয়েকদিন ধরে যেসব এলাকায় শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটছে সেসব এলাকায় নিরাপত্তা জোরদার করতে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা টহল দিচ্ছেন। নিরাপত্তা নিশ্চিতের পর স্বস্তি ফিরেছে শিল্পাঞ্চল গুলোতে।

সুই সুতোর কারিগরদের ব্যস্ততায় স্বাভাবিক হয়েছে উৎপাদন কার্যক্রম।

এফশি

এই সম্পর্কিত অন্যান্য খবর