শিল্প-কারখানা
অর্থনীতি
0

পোশাক কারখানার নিরাপত্তা নিয়ে উদ্বেগ, বেতন-ভাতা দেয়া নিয়ে শঙ্কা

শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করে দেশ ত্যাগের পরও দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুরের ঘটনা ঘটছে। এমতাবস্থায় পোশাক কারখানার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও শীর্ষ ব্যবসায়ী এ কে আজাদ।

আজ (বুধবার, ৭ আগস্ট) রাজধানীর বনানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এ কে আজাদ বলেন, ‘শেখ হাসিনার পতন হওয়ার পরও এখন কারখানায় কারা আগুন দিচ্ছেন তা স্পষ্ট। কোনো ছাত্র বা জনতা এসব নাশকতা করতে পারে না। কারখানা পুড়িয়ে দেশের অর্থনীতি ধ্বংসের মুখে পড়ছে।’ পরিস্থিতি সামাল দিতে যত দ্রুত সম্ভব সেনা প্রধানকে এগিয়ে আসার আহ্বান এ কে আজাদের।

তিনি আরও বলেন, ‘আগামী ১৫ তারিখের আগে কোনো পোশাক কারখানা বেতন দিতে পারবে না। এমনকি অনেক কারখানা কবে বেতন দিতে পারবে তাও জানে না। ’

আজ অনেক জায়গায় কারখানা খুললেও নিরাপত্তার কারনে তা চালানো যাচ্ছে না। বিশেষ করে আশুলিয়া ও সাভার এলাকায় নিরাপত্তা পরিস্থিতি ভয়াবহ বলে দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।

tech