শিল্প-কারখানা
অর্থনীতি
0

চাহিদা বাড়ছে পরিবেশবান্ধব ব্লক ইটের

ব্রাহ্মণবাড়িয়া

মাটি পুড়িয়ে তৈরি ইটের বিপরীতে ব্রাহ্মণবাড়িয়ায় চাহিদা বাড়ছে পরিবেশবান্ধব ব্লক ইট। জেলায় দু'টি কারখানা থেকে প্রতি মাসে ৫০ থেকে ৬০ লাখ টাকার ব্লক ইট বাজারজাত হচ্ছে। ইটের তুলনায় ব্লকের স্থায়ীত্বও বেশি হওয়ায় অনেকেই এখন বাড়ি নির্মাণে ব্লকের ব্যবহার করছেন। এছাড়া গ্রামীণ সড়ক তৈরিতেও ব্লকের ব্যবহার বেড়েছে। ফলে বাজার বড় হতে থাকায় ব্লক ইটের ব্যবসায় অনেকেই বিনিয়োগে আগ্রহী হচ্ছেন।

২০১৯ সালে ব্রাহ্মণবাড়িয়ার কসবার সৈয়দাবাদ এলাকায় স্থাপন করা হয় স্মার্ট ওয়ার্ল্ড ব্রিকস লিমিটেড। এ কারখানাটিতে এখন ছয় ধরনের ব্লক ইট তৈরি হয়। তবে চাহিদা বেশি ৩, ৪ ও ৫ ইঞ্চি আকারের ব্লকের। এছাড়া পার্কের ওয়াকওয়ে এবং গ্রামীণ সড়কের জন্য ইউনি ব্লকের চাহিদাও তুঙ্গে আছে। দূষণ কম হওয়ায় এটি তুলনামূলক পরিবেশবান্ধব।

ব্লক ইট তৈরিতে প্রথমে পাথর, সিমেন্ট ও কেমিক্যালসহ কয়েকটি উপকণের মিশ্রণ তৈরি করেন শ্রমিকরা। এরপর মেশিনের সাহায্যে নির্দিষ্ট আকারের ফ্রেম অনুযায়ী তৈরি হয় ব্লক। ব্রাহ্মণবাড়িয়া ছাড়াও আশপাশের বিভিন্ন জেলায় ব্লক ইট বাজারজাত করা হয়। ৩ ইঞ্চি আকারের প্রতি পিস ব্লক ইটের দাম ১৫, ৪ ইঞ্চি ৪৫ এবং ৫ ইঞ্চির দাম ৫৫ টাকা। আর প্রতি পিস ইউনিব্লকের দাম ২০ থেকে ২৫ টাকা পর্যন্ত।

একজন শ্রমিক বলেন, 'আমাদের প্রতিদিন আড়াই থেকে তিন হাজার ইট বিক্রি হয়। আমরা চাচ্ছি আমাদের পরিচিতি আরও বাড়ুক। আমাদের এখন লাভ খুবই কম। একেবারে অল্প পরিমাণে লাভে আমরা এই ইট তৈরি করছি।'

সৈয়দাবাদ ছাড়াও জেলার বাঞ্ছারামপুর এবং বিজয়নগরে আরও দু'টি ব্লক ইট তৈরির কারখানা রয়েছে। এর মধ্যে উৎপাদনে রয়েছে একটি। চলতি বছরেই আরেকটি কারখানা উৎপাদনে আসার কথা রয়েছে। এই কারখানাগুলোতে কর্মসংস্থান হয়েছে অর্ধশতাধিক শ্রমিকের।

ব্যবসায়ীরা বলছেন, নির্মাণকাজে ২০২৫ সালের মধ্যে শতভাগ ব্লক ইট ব্যবহারের যে নির্দেশনা রয়েছে সরকারের, সেটি বাস্তবায়ন হলে পরিবেশ যেমন রক্ষা পাবে, তেমনি এর চাহিদা আরও বাড়বে।

ব্রাহ্মণবাড়িয়ার স্মার্ট ওয়ার্ল্ড ব্রিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আকরাম হোসেন বলেন, 'এই ইট গরমের সময় ঠাণ্ডা দেয় আর ঠাণ্ডার সময় গরম। এটাতে খরচও অনেক কমে যায়। এই ইটে কাজ করতে বালি, সিমেন্টও কম লাগে এজন্য খরচও কমে যায় অনেক। দিন দিন এর জনপ্রিয়তা বাড়ছে।'

পরিবেশ অধিদপ্তর বলছে, সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে সবাইকে পরিবেশবান্ধব ব্লক ইট ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে। এজন্য কারখানা সংশ্লিষ্টদের সব ধরনের সহযোগিতা করছে পরিবেশ অধিদপ্তর।

ব্রাহ্মণবাড়িয়া পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক বিসল চক্রবর্তী বলেন, 'সরকারের নির্দেশনায় ২০২৫ সালের মধ্যে শতভাগ ব্লকৈ ব্যবহার করার যে নির্দেশনা আছে, সেটাকে আমূলে নিয়ে এ ব্লককে উৎসাহিত করা হচ্ছে। এবং পোড়ানো ইটকে নিরুৎসাহিত করা হচ্ছে। যেসব উদ্যোক্তা এগিয়ে আসছে তাদেরকে পরিবেশ অধিদপ্তর থেকে সহযোগিতা করা হচ্ছে।'

২০২৪-২৫ অর্থবছরের মধ্যে সরকারি সকল নির্মাণ, মেরামত ও সংস্কার কাজে ভবনের দেয়াল ও সীমানা প্রাচীর, হেরিংবোন বন্ড রাস্তা এবং গ্রাম সড়ক টাইপ 'বি' এর ক্ষেত্রে ইটের বিকল্প হিসেবে ব্লক ব্যবহার বাধ্যতামূলক করার নির্দেশনা দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর