শিল্প-কারখানা
অর্থনীতি
0

আগামী সংসদ অধিবেশনে সংশোধিত শ্রম বিল পাশ হবে : আইনমন্ত্রী

আসন্ন সংসদ অধিবেশনে সংশোধিত শ্রম বিল পাশ হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। দুপুরে সচিবালয়ে শ্রম সচিবের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। বলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সার্বিক বিষয় অবগত করার পর গণমাধ্যমে বিস্তারিত জানানো হবে।

মন্ত্রী বলেন, কারখানাগুলোতে মোট শ্রমিকের শতকরা ১০ ভাগ হলেই শ্রমিক কল্যাণ সংগঠন করার যে সুপারিশ যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ করছে, সেটার বাস্তবায়ন নির্ভর করছে বাংলাদেশের শ্রম পরিস্থিতি এবং শ্রমিক-মালিকদের সমন্বয়ের ওপর।

গত এক যুগে বাংলাদেশের শ্রমখাত, শ্রমিকদের কর্মপরিবেশ ও অধিকার রক্ষার কাজ যতদূর এগিয়েছে, তা বিশ্বব্যাপী নজির হিসেবে স্থাপিত হবে বলে মন্তব্য করেন মন্ত্রী। বলেন, যারা বাংলাদেশের শ্রমখাত নিয়ে সমালোচনা করে, তারা না জেনেই করে অথবা উদ্দেশ্যপ্রণোদিতভাবে করে।

এসএসএস

আরও পড়ুন:

এই সম্পর্কিত অন্যান্য খবর