বিনিয়োগের অন্যতম নিরাপদ মাধ্যম হিসেবে খ্যাত স্বর্ণের দাম দিন দিন আকাশ ছোঁয়ার দিকে। কোনোভাবেই যেন লাগাম টানা যাচ্ছে না কোটি নারীর শখের এ অলংকারের দাম।
দেশের বাজারে অতীতের সব রেকর্ড ভেঙ্গে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ছাড়িয়েছে ১ লাখ ১২ হাজার ৯০৮ টাকা। বিশ্ববাজারে রেকর্ড বৃদ্ধির পরই দেশের বাজারে বেড়েছে মূল্যবান এ ধাতুটির দাম।
এখন প্রশ্ন হলো বিশ্ববাজারেই বা কেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনার দাম। এ নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস।
প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে ভারতের বাজারেও বাড়ছে স্বর্ণের দাম। ছাড়িয়েছে অতীতের সব রেকর্ড। খাদহীন ১০ গ্রাম স্বর্ণের দাম দেশটির বাজারে ৬৫ হাজার ২৯৮ রুপি পর্যন্ত উঠেছে। চলতি মার্চের প্রথম ১০ দিনে প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম বেড়েছে ২ হাজার ৭০০ রুপি করে।
এর কারণ হিসেবে বলা হয়, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর খবর বাজারে ছড়িয়ে পড়ার পর বিশ্ববাজারে স্বর্ণের দাম দ্রুত বাড়ছে।
এছাড়াও ডলার সূচকের মান পড়ে যাওয়ার ওপর নির্ভর করছে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম। অর্থাৎ ডলারের বিনিময় হারের ওপর নির্ভর করে স্বর্ণের দরদাম। ডলারের বিনিময় হার বাড়লে ধাতুটির দাম কমে।
তবে চলতি মাসে ডলার সূচকের মান ১০৪-এর নিচে নেমে এসেছে, এখন তার মান ১০৩ দশমিক ৮০।
বিশ্লেষকরা বলছেন, ভূ-রাজনৈতিক উত্তেজনা ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে মার্চ শেষ পর্যন্ত স্বর্ণের দাম উর্দ্ধমুখী থাকবে।