তিন মাসেরও বেশি সময় বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। আজ (রোববার, ৭ ডিসেম্বর) বিকেল ৪টায় ভারত থেকে পেঁয়াজ বোঝাই ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়।
প্রথম দিন রকি ট্রের্ডাস নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠানের ৩০ টন পেঁয়াজ হিলি বন্দরে প্রবেশ করে। এসব পেঁয়াজ ভারতের বিভিন্ন মধ্যপ্রদেশ থেকে আমদানি করা হয়েছে।
আরও পড়ুন:
প্রতি টন পেঁয়াজ ২৪৫ মার্কিন ডলারে আমদানি হচ্ছে। আমদানিকৃত এসব পেঁয়াজ কেজিপ্রতি ৫০ থেকে ৫৫ টাকার মধ্যে বিক্রি হবে। আমদানি শুরু হওয়ায় খুশি বন্দরের আমদানিকারক, শ্রমিক ও কমিশন ব্যবসায়ীরা। সবশেষ চলতি বছরের ৩০ আগস্ট এ বন্দরে পেঁয়াজ আমদানি হয়েছিল।





