প্রায় ৬ হাজার টন পণ্যের মধ্যে আছে শুকনো ফল, চকোলেট, জুস ও শ্যাম্পু। থাইল্যান্ড থেকে এসব পণ্য আমদানি করেছে ভুটানের এবিট ট্রেডিং।
চট্টগ্রাম বন্দর থেকে আজ খালাসের পর চালানটি সড়ক পথে বুড়িমারি স্থলবন্দর হয়ে পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরে প্রবেশ করবে। পরে ভারতের শিলিগুড়ি হয়ে যাবে ভুটান।
আরও পড়ুন:
চুক্তি অুনযায়ী চট্টগ্রাম বন্দর ব্যবহার ও বাংলাদেশের সড়ক পথ ব্যবহারের জন্য ভুটানকে নানা ধাপে মাশুল দিতে হবে। এ ৬ হাজার টন পণ্যের জন্য মোট মাশুল আসবে প্রায় ১০ হাজার টাকা।
ভুটানের কোনো বন্দর না থাকায় পণ্য আনা নেয়ায় আশপাশের দেশের ওপর নির্ভর করতে হয়। তবে দেশটির প্রায় ৭৫ শতাংশ বহিঃবাণিজ্য ভারতের সঙ্গে। বাকি ২৫ শতাংশ অন্যান্য দেশের সঙ্গে হয়।





