দুর্গাপূজায় ভোমরা স্থলবন্দরে ৫ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে

ভোমরা স্থলবন্দর
ভোমরা স্থলবন্দর | ছবি: এখন টিভি
0

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আজ (সোমবার, ৮ সেপ্টেম্বর) ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ব্জ্ঞিপ্তিতে বলা হয়, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে বন্দরের ব্যবসায়ী, কর্মচারী ও শ্রমিকরা ছুটিতে থাকবেন। ফলে এ সময়ে ভোমরা স্থলবন্দরের মাধ্যমে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।

তবে ২ অক্টোবর থেকে আবার স্বাভাবিক নিয়মে ভোমরা স্থলবন্দরে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে প্রতিদিন কয়েকশ ট্রাক পণ্য আমদানি-রপ্তানি হয়ে থাকে। দুর্গাপূজার ছুটির কারণে এই সময়ে সীমান্ত বাণিজ্যে সাময়িক প্রভাব পড়বে বলে জানা গেছে।

এএইচ