আমদানি-রপ্তানি
অর্থনীতি
0

আলু-পেঁয়াজ ও কীটনাশক আমদানিতে শুল্ক কমালো এনবিআর

দেশের চলমান পরিস্থিতি বিবেচনায় আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আলু আমদানিতে বিদ্যমান ২৫ শতাংশ শুল্ক থেকে ১০ শতাংশ কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একইসঙ্গে আলুর ওপর প্রযোজ্য ৩ শতাংশ ও পেঁয়াজের ওপর বিদ্যমান ৫ শতাংশ রেগুলেটরি ডিউটি পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর) এ সিদ্ধান্ত নিয়েছে এনবিআর।

এছাড়া শুল্ক কমানো হয়েছে কীটনাশক আমদানিতেও। ২৫ শতাংশ থেকে কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৫ শতাংশ। অর্থাৎ কীটনাশক আমদানিতে শুল্ক কমলো ২০ শতাংশ।

এনবিআর বলছে, বিগত জুলাই-আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থান এবং এর প্রেক্ষিতে সৃষ্ট পরিস্থিতির কারণে দেশে পণ্য পরিবহন ব্যবস্থায় বিঘ্ন ঘটেছে যা এখনও পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি। এছাড়াও দেশের পূর্বাঞ্চলে চলমান বন্যা পরিস্থিতির কারণে পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে।

এ অবস্থায় সার্বিক প্রেক্ষাপট বিবেচনা করে গুরুত্বপূর্ণ অংশীজন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় কীটনাশক, আলু ও পেঁয়াজের মতো গুরুত্বপূর্ণ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য কমানোর ব্যবস্থা নিতে জাতীয় রাজস্ব বোর্ডকে অনুরোধ করেছে। এ প্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ড সার্বিক বিশ্লেষণপূর্বক কর ছাড়ের মাধ্যমে উল্লিখিত পণ্যগুলোর আমদানি সহজ করে সরবরাহ বৃদ্ধি করার উদ্যোগ নিয়েছে।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর