আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, ঈদ উপলক্ষে চারদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। ছুটি শেষে আগামী ২০ জুন থেকে যথারীতি পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হবে। বিষয়টি চিঠি দিয়ে ভারতীয় ব্যবসায়ীদের জানানো হয়েছে।
উল্লেখ্য দেশের অন্যতম বৃহৎ আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন হিমায়িত মাছ, রড, সিমেন্ট, তুলা ও প্লাস্টিকসহ বিভিন্ন পণ্য ভারতে রপ্তানি হয়। এছাড়া বন্দর দিয়ে প্রতিদিন গড়ে ৮০০ যাত্রী পারাপার হোন।