বাজার , আমদানি-রপ্তানি
অর্থনীতি
0

পণ্য সরবরাহে বিঘ্ন ঘটালে বন্ধ হবে মিল : বাণিজ্য প্রতিমন্ত্রী

মিল মালিক এবং আমদানিকারক যতই শক্তিশালী হোক না কেন পণ্য সরবরাহ লাইনে কোন ধরনের বিঘ্নতা ও কৃত্রিম সংকট তৈরি করলে সাথে সাথে লাইসেন্স বাতিল এবং প্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল হক টিটু।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) চট্টগ্রামের খাতুনগঞ্জের ব্যবসায়ীদের সাথে মতবিনিময়কালে তিনি এ হুঁশিয়ারি দেন। এ সময় প্রতিমন্ত্রী আসন্ন রমজানে কম লাভে নিত্যপণ্য বিক্রির আহ্বান জানান ব্যবসায়ীদের।

স্বাধীনতা পরবর্তী এই প্রথম কোন বাণিজ্য মন্ত্রীর খাতুনগঞ্জে আগমন। বসেন খাতুনগঞ্জের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায়।

প্রতিমন্ত্রীকে কাছে পেয়ে ব্যবসায়ীরা তাদের সমস্যার কথা তুলে ধরেন। অভিযোগ করেন, সারাদেশের মহাসড়কগুলোতে ওজন স্কেল না থাকলেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক দশকের বেশি সময় ধরে 'ওজন স্কেলের' কার্যক্রম চালু আছে। যা চট্টগ্রামের সাথে সারাদেশের বাণিজ্য বৈষম্য।

মন্ত্রী ব্যবসায়ীদের যৌক্তিক দাবিগুলো সমাধানের আশ্বাস দেন। তবে অসাধু ব্যবসায়ীদের কঠোর হুঁশিয়ারি দেন মন্ত্রী। সরকার নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে কারো কাছে জিম্মি নয় বলেও সাফ জানান তিনি।

কৃত্রিম সংকট তৈরি করলে প্রয়োজনে টিসিবি পণ্য আমদানি করবে বলেও জানান মন্ত্রী।

এসএসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর