আমদানি-রপ্তানি , শিল্প-কারখানা
অর্থনীতি
0

'পোশাক শিল্পের বৈশ্বিক র‌্যাংকিংয়ে এগিয়ে থাকবে বাংলাদেশ'

পোশাক শিল্পের বৈশ্বিক র‌্যাংকিংয়ে বাংলাদেশ এগিয়ে থাকবে বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।

চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন এন্ড টেকনোলজির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। জানান, ২০২৩ সালে পোশাক শিল্পে সব দেশে রপ্তানি কমলেও বাংলাদেশের রপ্তানি বেড়েছে। বিশ্ব বাণিজ্য সংস্থার র‌্যাংকিংয়ে ২০২৩ সালে অন্যান্য দেশের কোন প্রবৃদ্ধি না হলেও বাংলাদেশের তৈরি পোশাক শিল্প এগিয়ে থাকবে।

বিজিএমইএ সভাপতি আরও জানান, ২০২৩ সালে বৈশ্বিক অবস্থানে এক থেকে দুই শতাংশ প্রবৃদ্ধি হবে বাংলাদেশের। বিভিন্ন চ্যালেঞ্জ থাকলেও নিরবচ্ছিন্ন গ্যাস, বিদ্যৎ পেলে ২০২৪ সালে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প আরও ভালো করবে বলে জানান ফারুক হাসান।

এর আগে বিশ্ববিদ্যালয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিজিএমইএ নেতাদের অংশগ্রহণে শোভাযাত্রা করে শিক্ষার্থীরা।

এসএসএস