বাংলাদেশি গার্মেন্টস পণ্য রপ্তানির সবচেয়ে বড় বাজারগুলোর তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন।
দেশের রিজার্ভ ধরে রাখতে আমদানি শর্তারোপের ফলে সকল পণ্যের মধ্যে গার্মেন্টসের কাঁচামাল, যন্ত্রপাতির ব্যাপক আমদানি কমলেও বাড়ছে গার্মেন্টস পণ্য রপ্তানির পরিমাণ।
দেশীয় পণ্যের বাজার বহুমুখীকরণ ও সম্প্রসারণের লক্ষ্যে সরকারের রপ্তানিনীতি বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ এন্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টাস এসোসিয়েশন (বিজিএপিএমইএ) আজ থেকে ১৩ বছর আগে গ্যাপেক্সপো মেলার আয়োজন শুরু করেছিল।
তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জিটিপি ২০২৪ এর ২১ তম এবং গ্যাপেক্সপো ২০২৪ এর ১৩তম সংস্করণ প্রদর্শনীর পর্দা উঠল আজ। আয়োজকরা বলেন এ প্রদর্শনীর মাধ্যমে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান তাদের উৎপাদিত পণ্য আন্তর্জাতিকভাবে উপস্থাপন করতে পারবে।
গার্মেন্টস পণ্যের এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে বাংলাদেশসহ ২০টিরও বেশি দেশের ৩০০ প্রদর্শক।
প্রদর্শনীতে দেখা মিলছে বিভিন্ন অত্যাধুনিক সব পণ্য। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত এবং যন্ত্রপাতির ব্যবহারে ফলে শ্রমশক্তির বৃহৎ লোকবলের খরচ কমানো, অল্প সময়ের মধ্যে কাজ সম্পন্ন, সেই সঙ্গে পণ্যের ফিনিশিং বিশ্বমানের করাই প্রদর্শনীর মূল লক্ষ্য। প্রদর্শনী দেখার পাশাপাশি রয়েছে কেনা ও বেচার সুযোগ।