ক্রিপ্টো
অর্থনীতি
0

প্রথমবারের মতো বিটকয়েনের বিনিময়মূল্য ১ লাখ ডলার ছাড়িয়েছে

ইতিহাসে প্রথমবারের মতো বিটকয়েনের বিনিময়মূল্য ছাড়িয়েছে ১ লাখ ডলার। ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর ভার্চুয়াল মুদ্রাটির দাম বেড়েছে ৩০ শতাংশের বেশি।

শুধু ২০২৪ সালে বিটকয়েনের দর বৃদ্ধি হয়েছে ১৩৮ শতাংশ। বুধবার (৪ ডিসেম্বর) বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে পল অ্যাটকিন্সকে মনোনীত করেছেন ডোনাল্ড ট্রাম্প।

ভার্চুয়াল সম্পদ তৈরির ক্ষেত্রে সমর্থনদানকারী প্রতিষ্ঠান ডিজিটাল চেম্বার অব কমার্সের কো-চেয়ারম্যানের দায়িত্বও সামলেছেন পল।

ফলে বিনিয়োগকারীদের ধারণা, ক্রিপ্টোকারেন্সি বান্ধব নীতিমালা প্রণয়ন করবে নবনির্বাচিত ট্রাম্প প্রশাসন। প্রায় ১৬ বছর আগে ২০০৯ সালের তেসরা জুন প্রথমবারের মতো উন্মুক্ত করা হয় বিটকয়েন।

বড়দিনের আগেই বিটকয়েনের বিনিময়মূল্য ১ লাখ ২০ হাজার ডলার ছাড়ানোর আশা বিশেষজ্ঞদের।

ইএ