বিদেশে এখন , ব্যাংকপাড়া
অর্থনীতি
0

যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ বেড়েছে ২ লাখ কোটি ডলার

এক বছরেরও কম সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ বেড়েছে ২ লাখ কোটি ডলার। ইতিহাসে প্রথমবারের মতো দেশটির জাতীয় ঋণ ছাড়িয়েছে ৩৬ লাখ কোটি ডলার।

জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ঋণ বেড়েছে ৬ শতাংশ, এরমধ্যে ৪ মাসেরও কম সময়ে ঋণ বেড়েছে ১ লাখ কোটি ডলার। জুলাই মাসেই যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় ঘোষণা করে দেশটির ঋণ ৩৫ লাখ কোটি ডলার ছাড়িয়েছে।

পূর্বাভাস বলছে, ২০২৭ সালে এই ঋণ মোট জিডিপি প্রবৃদ্ধির ১০৬ শতাংশ আর ২০৩৪ সালের মধ্যে জিডিপি প্রবৃদ্ধির ১২২ শতাংশে পৌঁছাবে।

এই ক্রমবর্ধমান ঋণ নিয়ে বারবারই যুক্তরাষ্ট্রকে সতর্ক করে আসছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। প্রভাব পড়তে পারে পুরো বিশ্ব অর্থনীতিতে।

ইএ