বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী আগামীকাল রোববার থেকে ব্যাংক হিসাবের টাকা উত্তোলনে কোনো বাধ্যবাধকতা থাকবে না। যে কেউ যেকোনো অ্যামাউন্টের টাকা নিজ নিজ হিসাব থেকে তুলতে পারবেন। ফলে চলতি সপ্তাহের রোববার থেকে ব্যাংকে যে কোন অঙ্কের নগদ তুলতে পারবেন গ্রাহকরা।
এর আগে গত ৫ সপ্তাহ নগদ অর্থ তোলায় সীমানা বেধে দিয়েছিলাে কেন্দ্রীয় ব্যাংক। কারণ হিসেবে গণঅভ্যুত্থানের পর ব্যাংক পাড়ায় অস্থিরতা ও টাকা লেনদেনে নিরাপত্তার বিষয়টি জানায় কেন্দ্রীয় ব্যাংক।
পুলিশের উপস্থিতি কম থাকায় ব্যাংকগুলোও নিরাপত্তাহীনতায় ভোগে। ফলে ব্যাংক ও গ্রাহকদের নগদ অর্থ তোলায় নিষেধাজ্ঞা দেয় কেন্দ্রীয় ব্যাংক।
প্রথম সপ্তাহে ব্যাংক থেকে চেকে ১ লাখ টাকা ও বুথ থেকেও টাকা তোলার ক্ষেত্রে সীমানা বাধে ব্যাংকগুলো।
গত সপ্তাহ পর্যন্ত পরিস্থিতি বিবেচনায় টাকার পরিমান ৫ লাখ টাকা পর্যন্ত বাড়ানো হয়। এছাড়া ডিজিটাল লেনদেন বরাবরের মতোই স্বাভাবিক থাকবে।