আজ (বৃহস্পতিবার, ২২ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের এক আদেশে পর্ষদ বাতিল করা হয় এবং একই আদেশে নতুন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয়া হয়েছে।
আজ দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ব্যাংকটির পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেন।
ইসলামী ব্যাংকে নতুন করে ৫ জন স্বতন্ত্র পরিচালকের মধ্যে রয়েছে রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক খুরশীদ ওহাব, আল আরাফাহ ইসলামী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক আব্দুল জলিল, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ব্যাংকিকং বিভাগের অধ্যাপক এম মাসুদ রহমান এবং চার্টার্ড একাউন্টেন্ট আব্দুস সালাম।
এর মধ্যে মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদকে স্বতন্ত্র পরিচালনার পাশাপাশি চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে।
এর আগে গতকাল ব্যাংকটির বিতর্কিত পরিচালনা পর্ষদ ভেঙে দেয়া হয়েছিল। এদিন দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
২০১৭ সালে ইসলামী ব্যাংক দখলে নেয় এস আলম গ্রুপ। তবে পর্ষদ বাতিল এবং নতুন পর্ষদ গঠনের মাধ্যমে টানা সাত বছর পর দেশের সবচেয়ে বড় বেসরকারি ব্যাংকটির নিয়ন্ত্রণ হারালো এস আলম গ্রুপ। এই সাত বছরে ইসলামী ব্যাংকে একচ্ছত্র আধিপত্য ছিল চট্টগ্রামভিত্তিক ব্যবসায়ী গ্রুপটির।