ব্যাংকপাড়া
অর্থনীতি
0

বছরের প্রথম প্রান্তিকে এজেন্ট ব্যাংকিংয়ে আমানত প্রায় ৩৭ হাজার কোটি টাকা

মার্চ মাস শেষে চলতি বছরের প্রথম প্রান্তিকে দেশের এজেন্ট ব্যাংকিংয়ে মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ হাজার ৮৭০ কোটি টাকা। একই সময়ে ঋণ বিতরণের পরিমাণ দাঁড়িয়েছে ১৬ হাজার ৪৮২ কোটি ৫২ লাখ টাকা। দেশের এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে রেমিট্যান্স বিতরণ হয়েছে ১ লাখ ৫০ হাজার কোটি ৪০ লাখ টাকা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, মার্চ শেষে দেশে মোট এজেন্ট ব্যাংকিং শাখা রয়েছে ২১ হাজার ৬১৩ টি। যেখানে পরিচালনা করছেন ১৫ হাজার ৮৩৫ টি এজেন্ট।

এতে আগের প্রান্তিকের তুলনায় এজেন্টের সংখ্যা দশমিক ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং আউটলেটগুলোর সংখ্যা দশমিক ০৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এসময় এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে খোলা অ্যাকাউন্টের সংখ্যা হয়েছে ২ কোটি ২২ লাখ ৫০ হাজার ৩০৫টি। যার মধ্যে ৪৯.৭১ শতাংশ বা ১ কোটি ১০ লাখ ৬০ হাজার ৮৭৯টি নারীদের।

তথ্য মতে, এজেন্ট ব্যাংকিংয়ের অ্যাকাউন্টের মধ্যে ১ কোটি ৯১ লাখ ৪৫ হাজার ৬৭২ টি গ্রামাঞ্চলে রয়েছে।