ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন করছে এনবিআর; নিবন্ধন বাড়াতে বিশেষ ক্যাম্পেইন

জাতীয় রাজস্ব বোর্ড ভবন
জাতীয় রাজস্ব বোর্ড ভবন | ছবি: সংগৃহীত
0

২০২৫ সালের ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ পালন শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রতি বছরের মতোই এ বছরও ১০ ডিসেম্বর ভ্যাট দিবস এবং ১০–১৫ ডিসেম্বর ভ্যাট সপ্তাহ উদযাপন করা হচ্ছে। নিবন্ধন কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘সময়মত নিবন্ধন নেব, সঠিকভাবে ভ্যাট দেব’।

প্রতিপাদ্যের আলোকে ১০ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী বিশেষ নিবন্ধন ক্যাম্পেইন পরিচালিত হবে। এ ক্যাম্পেইনে ১ লাখ নতুন ভ্যাট নিবন্ধন দেয়ার লক্ষ্য নির্ধারণ করেছে এনবিআর। বর্তমানে দেশে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ৬ লাখ ৪৪ হাজার।

এনবিআর জানায়, গত অর্থবছরে দেশের মোট রাজস্ব আদায়ের ৩৮ শতাংশ এসেছে ভ্যাট থেকে। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে ভ্যাট আদায় বেড়েছে আগের বছরের একই সময়ের তুলনায় ২২ শতাংশ। ভ্যাট ব্যবস্থাপনা আরও শক্তিশালী হলে রাজস্ব আহরণ বাড়বে এবং দেশের আর্থিক ভিত্তি আরও মজবুত হবে বলেও মনে করছে সংস্থাটি।

সরকার জানিয়েছে, জনগণের পরিশোধিত ভ্যাট ও রাজস্ব ব্যয় হচ্ছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন, শিক্ষা, স্বাস্থ্য, সড়ক ও রেল অবকাঠামো, ঋণ পরিশোধ, সামাজিক সুরক্ষা, কৃষি, বিদ্যুৎ ও শিল্প খাতে ভর্তুকি প্রদানসহ নানাবিধ জনকল্যাণমূলক খাতে।

আরও পড়ুন:

তবে ভ্যাট আদায়ে এখনও রয়েছে বিভিন্ন চ্যালেঞ্জ—অনিবন্ধিত ব্যবসা, পূর্ণাঙ্গ ডিজিটাল প্রক্রিয়ার অভাব, রেয়াত-শৃঙ্খল কার্যকর না হওয়া, অতিরিক্ত অব্যাহতি, ম্যানুয়াল অডিট, ই-কমার্স ও নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে সঠিকভাবে ভ্যাট সংগ্রহে সীমাবদ্ধতা ইত্যাদি। এসব সমস্যা মোকাবিলায় এনবিআর চালু করেছে অনলাইন নিবন্ধন, অনলাইন রিটার্ন দাখিল, ই-পেমেন্ট, ই-রিফান্ড, ই-অডিট, ভ্যাট স্মার্ট চালান এবং রিস্ক-বেসড অডিটসহ নানা উদ্যোগ।

এনবিআর বলছে, করদাতাদের স্বেচ্ছায় কর প্রদান নিশ্চিত করা ও কর ফাঁকি কমানোই তাদের প্রধান লক্ষ্য। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে একটি শক্তিশালী ভ্যাট ব্যবস্থা অপরিহার্য; এজন্য ভোক্তা, ব্যবসায়ী, শিল্প মালিক ও গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এনএইচ