চীনের জিংজিয়াং বন্দর থেকে প্রথম বাণিজ্যিক যাত্রা শুরু করলো বিএসসির ‘এমভি বাংলার প্রগতি’

নতুন জাহাজ ‘এমভি বাংলার প্রগতি’
নতুন জাহাজ ‘এমভি বাংলার প্রগতি’ | ছবি: বাসস
0

চীনের জিংজিয়াং বন্দর থেকে আজ প্রথমবারের মতো যাত্রা শুরু করেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘এমভি বাংলার প্রগতি’। আজ (সোমবার, ২৭ অক্টোবর) সকাল ১০টায় চীনের জিংজিয়াং ইন্টারন্যাশনাল বার্থ থেকে প্রথম বাণিজ্যিক যাত্রা শুরু করে জাহাজটি।

বিএসসির বহরে যুক্ত হওয়া এ জাহাজের পণ্য পরিবহন সক্ষমতা ৬৩ হাজার ৫০০ টন। জাহাজটি ১৯৯ মিটার লম্বা, ৩৩ মিটার প্রস্থ ও ১৮ মিটার গভীরতার। 

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, বিএসসি নিজস্ব অর্থায়নে ৩৮ মিলিয়ন ডলারে জাহাজটি ক্রয় করেছে। নির্মাণের পর আন্তর্জাতিক সব নিয়ম ও আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় জাহাজটির। যেটি আর্ন্তজাতিক সমুদ্র সীমায় লাল সুবজের পতাকা বহন করবে। 

আরও পড়ুন:

এতে দেশে-বিদেশে সরকারি পণ্য পরিবহন সক্ষমতা আরও বাড়লো। সরকারি  জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান বিএসসি এখন আরও লাভজনক হয়ে উঠবে। এ জাহাজ থেকে বছরে ১০০ কোটি টাকা আয়ের সম্ভাবনা দেখছে সরকার।  

আগামী ডিসেম্বরে সরকারের বহরে যুক্ত হবে নতুন আরও একটি জাহাজ, যেখান থেকে আয় হবে আরও ১০০ কোটি টাকা।

এসএইচ