বিএসসির বহরে যুক্ত হওয়া এ জাহাজের পণ্য পরিবহন সক্ষমতা ৬৩ হাজার ৫০০ টন। জাহাজটি ১৯৯ মিটার লম্বা, ৩৩ মিটার প্রস্থ ও ১৮ মিটার গভীরতার।
বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, বিএসসি নিজস্ব অর্থায়নে ৩৮ মিলিয়ন ডলারে জাহাজটি ক্রয় করেছে। নির্মাণের পর আন্তর্জাতিক সব নিয়ম ও আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় জাহাজটির। যেটি আর্ন্তজাতিক সমুদ্র সীমায় লাল সুবজের পতাকা বহন করবে।
আরও পড়ুন:
এতে দেশে-বিদেশে সরকারি পণ্য পরিবহন সক্ষমতা আরও বাড়লো। সরকারি জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান বিএসসি এখন আরও লাভজনক হয়ে উঠবে। এ জাহাজ থেকে বছরে ১০০ কোটি টাকা আয়ের সম্ভাবনা দেখছে সরকার।
আগামী ডিসেম্বরে সরকারের বহরে যুক্ত হবে নতুন আরও একটি জাহাজ, যেখান থেকে আয় হবে আরও ১০০ কোটি টাকা।





