প্যাসিফিক জিনস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর আজ (শুক্রবার, ১৭ অক্টোবর) পৃথক আটটি বিজ্ঞপ্তিতে কারখানাগুলো বন্ধের ঘোষণা দেন।
গতকাল (বৃহস্পতিবার, ১৬ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম ইপিজেডে প্রতিষ্ঠানের শ্রমিকদের মধ্যে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে গত তিন বছরে অন্তত তিনবার নানা ইস্যুতে এ প্রতিষ্ঠানের শ্রমিকরা সংঘর্ষে জড়িয়েছিল।
প্রতিষ্ঠানটির ৮টি কারখানায় প্রায় ৩৫ হাজার শ্রমিক কর্মরত ছিলেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চলা মারামারি ও ভাঙচুরে প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকরা আহত হন। এতে কারখানাগুলো বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে। তাই শ্রম আইন অনুযায়ী কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
চট্টগ্রাম শিল্প পুলিশের পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ জানান, কারখানাটির অভ্যন্তরীণ ঝামেলা রয়েছে। শ্রমিকদের কোনো পক্ষকে ইন্ধন দেয়া হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।





