রমজানে পণ্য সরবরাহ ঠিক রাখতে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান পুরো মাস জুড়েই বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। বিশেষ করে মাঠ পর্যায়ে বাজার তদারকিতে ভূমিকা রাখে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো।
দামের পাশাপাশি পণ্যের মান নিয়ন্ত্রণে সোমবার বাজার মনিটরিংয়ে মাঠে নামে সনদ দানকারী প্রতিষ্ঠান বিএসটিআই। এই কার্যক্রমে যুক্ত হন ভোক্তা মহাপরিচালক, শিল্প এবং বাণিজ্য উপদেষ্টা।
অভিযানে মোহাম্মদপুরের টাউনহল কাঁচাবাজারে বেশকিছু নমুনা সংগ্রহ করে বিএসটিআই। বাজার তদারকি শেষে বাণিজ্য উপদেষ্টা বলেন, আগামী সাত দিনের মধ্যে নিত্যপণ্যের দাম কমে আসবে।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সয়াবিন তেলের সংকট নিয়েও কথা বলেন উপদেষ্টা। চলতি সপ্তাহের মধ্যেই সংকট কেটে যাওয়ার আশ্বাস দেন তিনি।
এদিকে শিল্প উপদেষ্টা ভেজাল পণ্য বিক্রি বন্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়ে বলেন, রমজানজুড়ে বাজার তদারকি কার্যক্রম চলমান থাকবে।
এদিকে, অভিযানে চারটি বাজার পরিদর্শন শেষে ভোক্তা মহাপরিচালক বলেন, এবার খুচরা ব্যবসায়ীরাও পণ্য মজুত করে সরবরাহে ঘাটতি ফেলেছে।