ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আসর বছরের প্রথম দিন থেকেই দেশি-বিদেশি পণ্যের সমাহারে শুরু হয়। ক্রেতারা বিশেষ ছাড়ে পণ্য কিনে সন্তুষ্ট হলেও মাসজুড়ে পণ্যের দাম ও মান নিয়ে ছিল অভিযোগ। বিশ্রামাগারসহ অন্যান্য সুবিধার অভাবও ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায় দর্শনার্থীদের কাছে। মেলার সমাপনীতে ৫১টি প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেয়া হয় এবং বাণিজ্য উপদেষ্টা সেখ বশিরউদ্দীন ব্যবসায়ীদের সক্ষমতা বৃদ্ধির ও বৈচিত্র্যময় পণ্য উৎপাদনের আহ্বান জানান।