আজ (শনিবার, ১৮ জানুয়ারি) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেন মিষ্টি প্রস্তুতকারক প্রতিষ্ঠান ও কয়েকশো দোকান মালিক।
এসময় বক্তারা বলেন, সরকার আয় বাড়াতে কয়েকটি খাতে জনগণের ওপর ১৫ শতাংশ ভ্যাটের বোঝা চাপিয়ে দিয়েছে। এসব পণ্যে ভ্যাট বাড়লে সরাসরি প্রভাব পড়বে মানুষের জীবনযাত্রার ওপর। ক্ষতিগ্রস্ত হবেন নিম্ন ও মধ্যবিত্তরা।
ভ্যাট বাড়ায় কারণে খরচ বাড়ায় নতুন উদ্যোক্তাও তৈরি হবে না। মানববন্ধনে কয়েকটি নির্ধারিত পণ্যে ১৫ শতাংশ ভ্যাট না বাড়িয়ে পণ্য সংখ্যা বাড়ানোর দাবি জানানো হয়।