পরিবেশ ও জলবায়ু
অর্থনীতি
0

নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে কর অব্যাহতির মেয়াদ বাড়ালো সরকার

নবায়নযোগ্য বিদ্যুৎকেন্দ্র স্থাপন ও এ খাতে বিনিয়োগ আকর্ষণ করতে কর অব্যাহতির মেয়াদ আরেক দফা বাড়ালো সরকার। আজ (মঙ্গলবার, ২৯ অক্টোবর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, আগামী ১ জুলাই থেকে ২০২৫ থেকে ২০৩০ সালের ৩০ জুনের মধ্যে যে-সব নবায়নযোগ্য বিদ্যুৎকেন্দ্র বাণিজ্যিক উৎপাদনে যাবে, সেসব কোম্পানিকে পরবর্তী ৫ বছরের জন্য শতভাগ কর অব্যাহতি দেয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার দিন থেকে পরবর্তী ৫ বছর পর্যন্ত কর অব্যাহতি থাকবে শতভাগ। পরবর্তী তিন বছর অর্থাৎ ষষ্ঠ, সপ্তম ও অষ্টম বছরে অব্যাহতির পরিমাণ হবে ৫ শতাংশ। আর পরবর্তী ২ বছর অর্থাৎ নবম ও দশম বছরে অব্যাহতির পরিমাণ হবে ২৫ শতাংশ।

অর্থাৎ বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে যাওয়ার প্রথম ৫ বছর কোনো কর দিতে হবে না। ৫ বছর পর থেকে পরবর্তী তিন বছরের জন্য ৫০ শতাংশ কর আরোপ হবে। আট বছর অতিক্রম হলে ৭৫ শতাংশ কর আরোপ হবে।

এনবিআর বলছে, জাতীয় রাজস্ব বোর্ড আয়কর আইন ২০২৩ সনের ৭৬ ধারার ১ উপধারার ক্ষমতাবলে শর্তসাপেক্ষে বেসরকারি বিদ্যুৎ উৎপাদন নীতিমালা অনুযায়ী কর অব্যাহতি দেওয়া হয়েছে। তবে, বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানকে আইনের সব বিধান মেনে চলতে হবে।

এএইচ

এই সম্পর্কিত অন্যান্য খবর