আজ (রোববার, ২০ অক্টোবর) অর্থনৈতিক সম্পর্ক বিভাগ-ইআরডি জুলাই-সেপ্টেম্বর মাসের বিদেশি ঋণ পরিস্থিতি সংক্রান্ত প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত প্রতিবেদন বিশ্লেষ করে দেখা যায়, বিগত অর্থবছরের এই সময়ে ঋণ পরিশোধ যেমন বেড়েছে, ঋণ ছাড়ও তেমন কমেছে। ২০২৩-২৪ অর্থ বছরের প্রথম প্রান্তিকে ১২৮ কোটি ডলার বিদেশি ঋণ এসেছিল, যা এবারের চেয়ে ৪২ কোটি ডলার বেশি।
অন্যদিকে এই সময়ে বিভিন্ন দাতা সংস্থা ও দেশের কাছ থেকে ৮৪ কোটি ৬১ লাখ ঋণ ছাড় করানো সম্ভব হয়েছে। অর্থাৎ এই তিন মাসে ঋণ ছাড়ের চেয়ে ঋণ পরিশোধ প্রায় ২৮ কোটি ডলার বেশি ছিল।