মানসিক নির্যাতনসহ সিনিয়রদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে অনেকদিন ধরেই আলোচনায় ইংলিশ কোচের সঙ্গে নারী ফুটবলারদের দ্বন্ধ।
নেপালে সাফ চ্যাম্পিয়নশিপে ফুটবলারদের মাঠে নামানোর ইস্যুতে সেই বিরোধ নতুন করে প্রকাশ্যে আসলেও সমাধানে কোনো কাজ করেনি বাফুফে। নারীদের এমন অভিযোগ কর্ণপাত করে দুই বছরের জন্য বাটলারের সঙ্গে চুক্তি নবায়ন করায় এবার গণঅবসরের হুমকি দেন ফুটবলাররা।
বৃহস্পতিবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে নারীরা সাফ জানিয়ে দেন বাটলারের অধীনে কোচিং করবেন না তারা। উদ্ভূত পরিস্থিতিতে রাতেই দেশের বাইরে থাকা সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে বাফুফে ইমার্জেন্সি কমিটির ভার্চুয়ালি সভা অনুষ্ঠিত হয়।
আর সেখানে ইমরুল হাসান,ফাহাদ করিমসহ ৭ সদস্যের এই বিশেষ কমিটি গঠন করে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।