অর্থনীতি
0

আগস্টে কিছুটা কমে মূল্যস্ফীতি ১০.৪৯ শতাংশ

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের এক মাসের মাথায় দেশের সার্বিক মূল্যস্ফীতির হার কিছুটা কমেছে। জুলাই মাসে মূল্যস্ফীতির হার ছিল ১১ দশমিক ৬৬ শতাংশ। আর আগস্ট মাসে তা কমে ১০ দশমিক ৪৯ শতাংশে দাঁড়িয়েছে। এছাড়া খাদ্য মূল্যস্ফীতিও কিছুটা কমেছে এই মাসে।

আজ (রোববার, ৮ সেপ্টেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত মূল্যস্ফীতির হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিবিএসের তথ্যানুযায়ী, আগস্টে সার্বিক মূল্যস্ফীতির পাশাপাশি খাদ্য মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ১১ দশমিক ৩৬ শতাংশে, যা জুলাই মাসে ছিল ১৪ দশমিক ১০ শতাংশ। যেটি গত ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ ছিল।

আগস্ট মাসে গ্রামে সার্বিক মূল্যস্ফীতির হার ছিল ১০ দশমিক ৯৫ শতাংশ। আর শহরে এই হার ছিল ১০ দশমিক ০১ শতাংশ।

বিবিএস জানায়, ২০২১ সালের আগস্ট মাসে মজুরি সূচক ছিল ৫ দশমিক ৮০ শতাংশ, ২০২২ সালের আগস্টে ৬ দশমিক ৮০ শতাংশ এবং ২০২৩ সালের আগস্ট মাসে মজুরি সূচক ছিল ৭ দশমিক ৫৮ শতাংশ।

আসু

এই সম্পর্কিত অন্যান্য খবর