অর্থনীতি
0

চলতি অর্থবছরে রপ্তানি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ১২ শতাংশ: অর্থ ও বাণিজ্য উপদেষ্টা

স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের দুর্নীতি আর অনিয়ম সংস্কারে অন্তর্বর্তী সরকার গেল ১ মাসে যেসব উদ্যোগ নিয়েছে তাতে আর্থিক খাতের পরিবর্তন অনেকটাই দৃশ্যমান। এস আলম মুক্ত ব্যাংক খাত থেকে শুরু করে নেয়া হয়েছে নানা উদ্যোগ। এসব পরিকল্পনা বাস্তবায়ন হলে বাড়বে রপ্তানি আয়। অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সার্বিক বিবেচনায় চলতি অর্থবছরে রপ্তানি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ১২ শতাংশ ধরা হয়েছে।

কর্তৃত্ববাদী আওয়ামী সরকার গেল ১৫ বছরে আর্থিক খাতের যে ধ্বংস ডেকে আনে তা গেল দুই বছরে তা আরও গভীর হয়।

দুর্নীতি আর অনিয়ম সংস্কারে অন্তর্বর্তী সরকার গেল ১ মাসে যেসব উদ্যোগ নিয়েছে তাতে আর্থিক খাতের পরিবর্তন অনেকটাই দৃশ্যমান। এস আলম মুক্ত ব্যাংক খাত থেকে শুরু করে ক্ষমতার অপব্যবহারে নামে–বেনামে ঋণ নেয়া বন্ধ, ব্যাংকে নতুন নেতৃত্ব, ডলারের মূল্য বাজারের উপর ছেড়ে দেয়া, এলসি সহজ করা, অর্থ পাচারকারিদের ধরতে টাস্কফোর্স গঠনসহ অর্থনীতির প্রকৃত চিত্র জানাতে উদ্যোগ নেয়া হয়েছে শ্বেতপত্র প্রণয়নে কমিটি গঠনের।

এসব উদ্যোগে প্রকাশ পায় অর্থনীতি আর আর্থিক খাত সংস্কারের প্রাধান্য। যদিও মূল্যস্ফীতি কমাতে নীতি সুদহার বাড়ানো ছাড়া সরকারের পক্ষ থেকে দেখা যায়নি বড় কোনো পদক্ষেপ। তবুও বাণিজ্য উপদেষ্টা জানালেন, শিগগিরি কমবে নিত্যপণ্যের দাম।

বাণিজ্য উপদেষ্টা অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, 'বাজার ব্যবস্থা ঠিক করার জন্য একটু সময় লাগবে। চাঁদাবাজি, মধ্যস্থাকারীদের বাধা এসব ঠিক করা জন্য কাজ শুরু করা হয়েছে।'  

এছাড়া এক মাসে সরকারের নেয়া আর্থিক খাতের পরিকল্পনা বাস্তবায়ন হলে বাড়বে রপ্তানি আয়। সে হিসাবে চলতি অর্থবছরে রপ্তানি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ১২ শতাংশ ধরা হয়েছে বলে জানালেন বাণিজ্য উপদেষ্টা।

তিনি জানালেন অর্থ পাচারকারীদের ধরতে টাস্কফোর্স গঠনের কথা।

উপদেষ্টা বলেন, 'টাকা ফেরত আনার জন্য একটা  টাস্কফোর্স হবে আর বাকি ব্যাংকগুলোতে একটা টাস্কফোর্স গঠন হবে। এনবিআর সংস্কারের জন্য একটা টাস্কফোর্স করবো আমরা।'

তবে আর্থিক খাত সংস্কারের সাথে ব্যবসায়িক নীতিমালা সংস্কারের পাশাপাশি দাপ্তরিক কাজের দীর্ঘসূত্রতা ও জটিলতা দূর করে নতুন উদ্যোক্তা সৃষ্টির কথা বলছেন সংশ্লিষ্টরা।

ইএ