আজ (সোমবার, ২ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এইসব কথা বলেন।
তিনি বলেন, ‘সব সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিল করতে নির্দেশ দেয়া হয়েছে। আগে শুধু কর্মকর্তাদের তথ্য চাওয়া হতো।’
এছাড়া দেখা গেছে যারা আয়কর দেয় না এমন অনেক চতুর্থ শ্রেণির কর্মচারীর কাছেও রয়েছে অবৈধ সম্পদ বলে জানান তিনি।
তিনি বলেন, ‘এজন্য ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সাতদিনের মধ্যে কমিটি সুপারিশ করবে সরকারি কর্মচারীদের স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব দেয়ার প্রক্রিয়া কিভাবে হবে।’
সবমিলে ১৫ দিনের মধ্যে সম্পদের হিসাব জমা দেয়ার প্রক্রিয়া শুরু হবে বলেও জানান তিনি।