অর্থনীতি
0

বাংলাদেশে সোলার প্যানেল প্ল্যান্ট স্থাপনে চীনকে আহ্বান ড. ইউনূসের

বাংলাদেশে সবুজ জ্বালানির প্রয়োজনীয়তা মেটাতে সহযোগিতার জন্য সোলার প্যানেল প্ল্যান্ট স্থাপন করতে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া দেশটির বিনিয়োগকারীদের বাংলাদেশে কারখানা স্থাপনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

আজ (রোববার, ২৫ আগস্ট) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, সাক্ষাতে বেইজিং ও ঢাকার মধ্যে ঘনিষ্ঠ অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে জোর দেন প্রধান উপদেষ্টা। দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করতে চীনকে বাংলাদেশি পণ্য আমদানি বাড়ানোর আহ্বানও জানান ড. ইউনূস।

এছাড়া প্রযুক্তি, দুর্যোগ ব্যবস্থাপনা, শিক্ষা ও কৃষিতেও বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের চীনা সহায়তা অব্যাহত রাখারও অনুরোধ করেন প্রধান উপদেষ্টা।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর