অর্থনীতি
0

দাম বাড়লেও রাজস্ব একই, উল্টো বাড়ছে সিগারেটের চাহিদা

সিগারেটের চাহিদা বেড়েছে বলে তথ্য প্রকাশ করেছে উন্নয়ন সমন্বয়। আজ (বৃহস্পতিবার, ১১ জুলাই) সকালে বিশ্বসাহিত্য কেন্দ্রে সিগারেটে কার্যকর করারোপ বিষয়ে বাজেট পরবর্তী নীতি সংলাপ আলোচনায় সিগারেটের চাহিদা বৃদ্ধি ও রাজস্বের সূচক তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সবশেষ ২০২৪-২৫ অর্থবছরে বাজেটে ১১ শতাংশ দাম বাড়ালেও মূল্যস্ফীতি ১০ শতাংশ হওয়ায় প্রকৃত দাম বৃদ্ধি হয়েছে ১ শতাংশ।

প্রতিষ্ঠানটির প্রতিবেদন বলছে ২০১৯-২০ অর্থবছরে সিগারেট বিক্রি ছিলো ৩৫ হাজার ১৬৭ কোটি টাকা। সদ্য বিদায়ী ২০২৩-২৪ অর্থবছরে সিগারেট বিক্রি বেড়ে হয়েছে ৪৭ হাজার কোটি টাকা।

আলোচকরা বলেন, সিগারেটের দাম বৃদ্ধিতে 'বিগপুশ' করা প্রয়োজন।

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, 'সিগারেটের শলাকার দাম প্রতি বছর বাড়লেও মূল্যস্ফীতির তুলনায় রাজস্ব বৃদ্ধিতে কোনো প্রভাব ফেলে না।'

সংসদ সদস্যদের আরও সোচ্চার হতে বলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। তিনি বলেন, 'জনস্বার্থে আরও সোচ্চার হতে হবে। বাজেটের পর সিগারেটির দাম ও কর আরও বাড়ানো যেতে পারে।'

এসএস