অর্থনীতি
0

যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের প্রতি প্রধানমন্ত্রীর বিনিয়োগের আহ্বান

বাংলাদেশে সম্ভাবনায় খাতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (সোমবার, ২৭ মে) সকালে গণভবনে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, 'বাংলাদেশে ব্যবসা করার ব্যাপক সুযোগ রয়েছে।’

এসময় সরকারের বিনিয়োগবান্ধব নীতির সুযোগ নিতে মার্কিন ব্যবসায়ীদের আমন্ত্রণও জানান প্রধানমন্ত্রী। 

২০৪১ সালের মধ্যে উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট জাতি গঠন করতে সরকারের লক্ষ্যপূরণে অংশীদার হতেও আহ্বান জানিয়েছেন তিনি। 

সরকারপ্রধান নবায়নযোগ্য শক্তি, জাহাজ নির্মাণ, অটোমোবাইল, ওষুধ, হালকা ও ভারি যন্ত্রপাতি, রাসায়নিক সার, তথ্যপ্রযুক্তি, সামুদ্রিক সম্পদ এবং চিকিৎসা সরঞ্জাম খাতে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরেন। 

তিনি বলেন, 'আঞ্চলিক নয় যুক্তরাষ্ট্রসহ বৈশ্বিক অংশীদারদের সাথে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্য বাংলাদেশের।'

ইএ