অর্থনীতি
0

একীভূত হলেই অপরাধীদের শাস্তি হবে না বিষয়টি এমন নয়: অর্থ প্রতিমন্ত্রী

এক্সিম ব্যাংকের সঙ্গে পদ্মা ব্যাংকের একীভূতকরণের বিষয়ে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বলেছেন, আইন অনুযায়ী দুটি ব্যাংক একীভূত হয়েছে। আর একীভূত হলেই যে অপরাধীদের শাস্তি হবে না বিষয়টি এমন নয়।

সচিবালয়ে সোমবার (১৮ মার্চ) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অর্থ প্রতিমন্ত্রী বলেন, ‘এটাতে আমাদের আইন আছে। ব্যাংক একীভূত আইন করা হয়েছে। বাংলাদেশে এটা নতুন। নতুন জিনিস সময় দেওয়া উচিত। শাস্তির যে বিষয় তা আমি এই মুহূর্তে বলতে পারছি না। মার্জ প্রথমবার হচ্ছে। আইন নতুন এই ঘটনাও নতুন। এর আগে হয়নি।’

একীভূতকরণের লক্ষ্যে সোমবার (১৮ মার্চ) এক্সিম ব্যাংকের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে বেসরকারি খাতের পদ্মা ব্যাংক। জানা গেছে, একীভূত হওয়ার পর এটি এক্সিম ব্যাংক নামেই কার্যক্রম পরিচালনা করবে।

এর আগে গত বৃহস্পতিবার পদ্মা ব্যাংকের সঙ্গে একীভূত হওয়ার বিষয়ে এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় আলোচনা ও সিদ্ধান্ত হয়। ওইদিনই এ বিষয়ে সিদ্ধান্ত নেয় পদ্মা ব্যাংকের পরিচালনা পর্ষদও।

একীভূতকরণের বিষয়ে সময় নিয়ে পর্যবেক্ষণ করে মন্তব্য করা উচিত উল্লেখ করে ওয়াসিকা আয়শা খান বলেন, ‘বিষয়টা আমরা একটু অবজার্ভ করি এবং আইন অনুযায়ী কাজ হবে। আমানতকারীদের সুরক্ষার জন্যই একীভূত আইন করা হয়েছে।’

শেয়ার বাজার পতনের প্রশ্নের জবাবে অর্থ প্রতিমন্ত্রী বলেন, ‘শেয়ার বাজারে সরকার হস্তক্ষেপ করে কখনো। এটার সুযোগ দেখছি না এই মুহূর্তে। এটা আমার ব্যক্তিগত মতামত।’

পেনশন স্ক্রিম প্রসঙ্গে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পেনশন স্কিম সবার ভবিষ্যতের ভালোর জন্যই করা হয়েছে। এটা সবার জন্য, যারা সরকারি চাকরি করে না তাদের জন্যও।’

গণমাধ্যমকর্মীদের পেনশন স্কিম নিয়ে বেশি বেশি লেখালেখির আহ্বান জানিয়ে নেতিবাচক চিন্তা না করার আহ্ববান জানান প্রতিমন্ত্রী।

আসু

এই সম্পর্কিত অন্যান্য খবর