অর্থনীতি
0

রিজার্ভ আবারও ২১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

আমদানি নিয়ন্ত্রণের মধ্যে রপ্তানি আয় ও রেমিট্যান্স বাড়ছে। এতে বাড়ছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। যা আবারও ২১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ বুধবার ( ৬ মার্চ) শেষে বিপিএম-৬ অনুযায়ী, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২১ দশমিক ১৫ বিলিয়ন ডলার। একই সময়ে গ্রস রিজার্ভ হয়েছে ২৬ দশমিক ৩৩ বিলিয়ন ডলার।

এদিকে ২৮ ফেব্রুয়ারি শেষে মোট রিজার্ভ ছিল ২৫ দশমিক ৭৬ বিলিয়ন ডলার। সেসময় বিপিএম-৬ অনুযায়ী, রিজার্ভ ছিল ২০ দশমিক ৫৭ বিলিয়ন ডলার।

তবে আসছে সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) এক বিলিয়ন ডলারের বেশি পরিশোধের পর রিজার্ভ ফের কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২১ সালের আগস্টে রিজার্ভ দেশের ইতিহাসে সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলারের ঘর ছাড়িয়েছিল। বিদেশ থেকে ঋণ নেওয়াসহ বিভিন্ন উপায়ে ওই সময় রিজার্ভ বাড়ানো হয়। এরপর সংকটের কারণে ২৯ বিলিয়ন ডলারের বেশি বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

এর ফলে ধারাবাহিকভাবে রিজার্ভ কমে গত নভেম্বর শেষে ১৯ দশমিক ৩০ বিলিয়ন ডলারে দাঁড়ায়। এরপর আবারও বেড়ে ডিসেম্বরে ২১ দশমিক ৮৬ বিলিয়ন হয়েছিল, তবে চলতি বছরের জানুয়ারি শেষে আবার কমে ১৯ দশমিক ৯৬ বিলিয়ন ডলারে নেমে যায়।