অর্থনীতি
0

দেশের অর্থনৈতিক অবস্থা ভালো আছে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, ‘চিন্তার কোনো কারণ নেই, দেশের অর্থনৈতিক অবস্থা ভালো আছে।’

রাজধানীর সচিবালয়ে রোববার (৩ মার্চ) দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সার্বিক অর্থনীতি ভালোর দিকে রয়েছে দাবি করে অর্থমন্ত্রী বলেন, ‘দেশের মানুষ ভালো আছে।’

তিনি বলেন, ‘বাজারে জিনিসপত্রের দাম কমে আসছে, এটা আরও কমবে। ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আসছে ভারত থেকে। এগুলো আসলে দাম আরও কমে যাবে।’

অর্থ প্রতিমন্ত্রী হিসেবে ওয়াসিকা আয়শা খানের প্রথম কার্যদিবস

এদিন নতুন অর্থ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথম কার্যদিবসে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওয়াসিকা আয়শা খান।

মানুষকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দেশের মানুষকে সাশ্রয়ী হতে হবে, যেটা প্রধানমন্ত্রী বলেছেন। আমরা প্রতিটি মানুষ সাশ্রয়ী হলে দেশের মানুষ ভাল থাকবে। অর্থনীতি ভাল থাকবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘যুদ্ধপরবর্তী বিশ্বে দেশের অর্থনীতি নাজুক আছে। অর্থনীতি স্ট্যাবল রাখতে সরকারের সব ভিশন ও শেখ হাসিনার নির্দেশ মেনে বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে কাজ করব।’

সততার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে ওয়াসিকা আয়শা খান বলেন, ‘দ্রব্যমূল্যের চ্যালেঞ্জ আছে, দুর্নীতির চ্যালেঞ্জ আছে অর্থনীতিতে। আমি দায়িত্বটাকে চ্যালেঞ্জ মনে করছি না। সাধ্যমতো কাজ করব। দেশের খাদ্যপণ্যে ঘাটতি মোকাবেলায় আমদানির জন্য সুযোগ দেয়া হয়েছে। আমি আশাবাদী, সততার সঙ্গে দায়িত্ব পালন করব।’

আসু