অর্থনীতি
0

সাগরের জ্বালানি পেতে অপেক্ষা করতে হবে ৮ বছর

গভীর সাগর থেকে জ্বালানি উত্তোলনের জন্যে আরও ৮ বছর অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। রোববার (২৫ ফেব্রুয়ারি) সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন- এরইমধ্যে ব্রিডিং প্রসেস শুরু হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, 'আমাদের ইতিমধ্যে প্রায় ৩৪ হাজার কিলোমিটারের তথ্য হাতে আছে টু-ডি সার্ভের। এই সার্ভে থাকার কারণে  আমরা এখন ব্রিডিংয়ে যাচ্ছি। গভীর সমুদ্রে গ্যাস অথবা তেল আহরণের জন্য এই বছরের মার্চের শেষ অংশে আমরা ব্লকগুলোর উপর ইন্টারন্যাশনাল ব্রিডিং করতে যাচ্ছি। এই ব্রিডিং শুরু হলে প্রায় এক থেকে দেড়বছর সময় লাগবে।'

সেখানে ব্রিডিংয়ের অংশগ্রহণ করার জন্য কোনো সাকসেসফুল কোম্পানিকে পেলে, তাদের সাথে চুক্তিবদ্ধ হলে গভীর সমুদ্রে গ্যাস পেতে পেতে প্রায় ৮ বছর সময় লাগবে বলে জানান মন্ত্রী।

ইএ