সাতক্ষীরার খোলপেটুয়া নদীর বেড়িবাঁধের ভাঙনস্থলে রিং বাঁধ নির্মাণ

এখন জনপদে
0

সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে খোলপেটুয়া নদীর ভাঙনস্থলে অস্থায়ী রিং বাঁধ নির্মাণ শুরু হয়েছে।

আজ (শুক্রবার, ৪ এপ্রিল) সকালে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে এই বাঁধ তৈরীর কাজ শুরু হয়। পরে দুপুরের দিকে প্রাথমিকভাবে পানি প্রবেশ নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াৎ হোসেন জানান, জিওব্যাগ দিয়ে প্রথমে পানি আটকানো হচ্ছে। এরপর ধাপে ধাপে মূল বাঁধ তৈরী করা হবে। 

দুই-এক দিনের মধ্যে রিং বাঁধ নির্মাণ শেষ হবে বলে আশা করা হচ্ছে।  এরপর মুল বাঁধের সংস্কার কাজ শুরু হবে।

উল্লেখ্য, গত ৩১ মার্চ ঈদ-উল-ফিতরের দিন খোলপেটুয়া নদীর এই বাঁধটি ভেঙে যায়। এতে আশপাশের অন্তত আটটি গ্রাম পানিতে প্লাবিত হয়, ভেসে যায় হাজার হাজার বিঘা মৎস্য ঘের। 

বর্তমানে এসব এলাকার মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে।

এসএইচ