গাজীপুরে বাস চাপায় অটোরিকশা যাত্রী নিহত

এখন জনপদে
0

গাজীপুরের কোনাবাড়িতে মিনি বাসের চাপায় অটোরিকশার একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো ২ জন।

আজ (রোববার, ৩০ মার্চ) সকাল ৮টার দিকে কোনাবাড়ি এলাকায় উল্টো পথে আসা যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দেয় তাকওয়া পরিবহনের একটি বাস। এতে এ হতাহতের ঘটনা ঘটে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (ট্রাফিক) আশরাফুল ইসলাম জানান, কোনাবাড়িতে বাস ও অটোরিকশার সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহত হয়েছেন। দুইজন আহত হয়েছেন। ধারণা করা হচ্ছে হতাহতরা একই পরিবারের সদস্য। এরইমধ্যে বাসটি জব্দ করা হয়েছে।

ইএ