উখিয়ায় জমি নিয়ে বিরোধ: সংঘর্ষে জামায়াত ওয়ার্ড আমিরসহ তিনজন নিহত

অপরাধ ও আদালত
এখন জনপদে
0

কক্সবাজারের উখিয়ায় জমি বিরোধের জেরে দুইপক্ষের মধ্যে সংঘর্ষে জামায়াত ইসলামীর ওয়ার্ড কমিটির আমিরসহ উভয়পক্ষের তিনজন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে কয়েকজন। আজ (রোববার, ৬ এপ্রিল) সকাল ১১টার দিকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান, স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. হেলাল উদ্দিন।

নিহতরা হলেন স্থানীয় মসজিদের খতিব ও ওই ওয়ার্ডের জামায়াত আমির নাজির হোসেনের ছেলে মাওলানা আবদুল্লাহ আল মামুন, প্রতিপক্ষের মোহাম্মদ হোসাইনের ছেলে আব্দুল মান্নান (৩৭) ও তার বোন শাহিনা বেগম (৪০)। নিহতরা সম্পর্কে আপন চাচাতো-জেঠাতো ভাই-বোন।

স্থানীয়দের বরাতে হেলাল উদ্দিন বলেন, 'উখিয়ার কুতুপালং এলাকার স্থানীয় বাসিন্দা আব্দুল্লাহ আল মামুন ও আব্দুল মান্নানের পরিবারের মধ্যে ভিটে জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রোববার সকালে বিবদমান একপক্ষ বিরোধীয় জমিতে পাকা দেয়াল নির্মাণ শুরু করে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে প্রথমে তর্কাতর্কি এবং পরে তা সংঘর্ষে রূপ নেয়।'

তিনি বলেন, 'এতে উভয়পক্ষ ধারালো দাসহ লাঠিসোঁটা ও দেশিয় তৈরি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন।'

উখিয়া থানার ওসি মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, 'জমি বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষে ৩ জন নিহত এবং কয়েকজন আহত হবার খবর শুনেছেন। তাৎক্ষণিক পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের মরদেহ এখনো হাসপাতালে রয়েছে।'

ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানান তিনি।

ইএ