এই ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
স্থানীয়রা জানান, পদ্মা সেতু এক্সপ্রেসওয়ের নাওডোবা গোলচত্বর থেকে সাহেববাজার সড়কে বিপরীতমুখী তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই দুই যুবক মারা যান। আহত চারজনকে হাসপাতালে নেয়া হলে সেখানে আরো দু’জনের মৃত্যু হয়। আহত বাকি দু’জনের চিকিৎসা চলছে বলে জানা গেছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানিয়েছেন, দুর্ঘটনার স্থানটি জাজিরা থানার মধ্যে পড়েছে, শিবচর সংলগ্ন। খোঁজ নেয়া হচ্ছে। যতদূর জানতে পেরেছি, ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়েছে। আহত চারজনের মধ্যে হাসপাতালে নেয়ার পর দু’জন মারা গেছেন।