প্রবাসী বাংলাদেশি ড. জাফর ইকবালের আর্থিক সহায়তায় এসব ঈদ উপহারে ছিল পোলাও চাল, সেমাই, চিনি, তেল, সাবান, পিঠা, মুড়ি ও ডাল।
ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদ সদস্য ও ভয়েস অব ঝিনাইগাতী’র প্রতিষ্ঠাতা মো. জাহিদুল হক মনির সভাপতিত্বে বক্তব্য রাখেন, ঝিনাইগাতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল-আমীন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নান ও আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটের চেয়ারম্যান মো. ছালেহ আহাম্মদ।
এবিষয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা মো. জাহিদুল হক মনির বলেন, 'সরকারের পাশাপাশি দেশের বিত্তবানরা যদি একটু আন্তরিক এবং দয়ালু হন তাহলে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে ঈদ উদযাপন অত্যন্ত আনন্দময় হবে। আমাদের এই সংগঠন দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের জন্য নানারকম কাজ করে থাকে। এবছর ঈদের আগে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পেরেছি এটা ভেবেই আত্মতৃপ্তি পাচ্ছি। আগামীতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।'
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল জানান, কিছু কাজ আছে যা নিজের বিবেকের তাড়নায় করতে হয়। সে কাজগুলো জীবনে যে প্রশান্তি এনে দেয়, তা আরো নতুন করে ভালো কিছু কাজের উৎসাহ জোগায়। অবহেলিত মানুষের পাশে রাষ্ট্রের পাশাপাশি দেশ ও সমাজের সর্বস্তরের ব্যক্তিরা এগিয়ে এলে তাদের মুখে হাসি ফোটানো সম্ভব।