বিজিবির বরাত দিয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল ইসলাম জানান, শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে আল আমিন পুটিয়া সীমান্তের কাঁটাতারের কাছে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল।
এ সময় টহলরত বিএসএফ সদস্যরা তাকে চোরাকারবারি সন্দেহে গুলি করে। এতে আলা আমিন গুরুতর আহত হন। বিএসএফ সদস্যরা তাকে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।
সেখানে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। নিহতের মরদেহ ফিরিয়ে আনার জন্য বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে।