বান্দরবানে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

অপরাধ ও আদালত
এখন জনপদে
0

বান্দরবানে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। আজ (বুধবার, ২৬ ফেব্রুয়ারি) এসব দুর্ঘটনা ঘটে। এদিন সকালে বান্দরবান-কেরানিহাট সড়কের মানুরটেক নামক স্থানে একটি চিনি বোঝাই ট্রাক পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

এ সময় ঘটনাস্থলে ট্রাকে চাপা পড়ে হেলপার শামসুল মিয়া নিহত হয়েছে বলে পুলিশ ও স্থানীয়দের মাধ্যমে জানা যায়। নিহত শামসুল মিয়া ময়মনসিংহ জেলার হাশেম আলীর ছেলে।

অন্যদিকে বান্দরবান-কেরানিহাট সড়কের সুয়ালক ইউনিয়নের বিশ্ববিদ্যালয় গেট এলাকায় সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এ সময় ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল আরোহী নিহত হন।

নিহত ব্যক্তি বান্দরবান রেইচা ইউনিয়নের গোয়ালিয়াখেলার বাসিন্দা মো. হোসেন। এ ঘটনায় আরো কয়েকজন গুরুত্বর আহত হয়েছে। এদিকে দুর্ঘটনার সংবাদ পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং পুলিশের সদস্যরা ঘটনাস্থল গিয়ে উদ্ধার কাজ সম্পন্ন করেন এবং নিহত দুজনের লাশ ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে নিয়ে যায়।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, বান্দরবান কেরানিহাট সড়কে একদিনেই দুটি মালবাহী ট্রাক উল্টে গিয়েছে আর দুজনের মৃত্যু হয়েছে। পুলিশ এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করছে বলে জানান তিনি।

এএইচ