সুনামগঞ্জ ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠা বাষিকী পালন

এখন জনপদে
0

সুনামগঞ্জ ছাত্রশিবিরের ৪৮ তম প্রতিষ্ঠাতম বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ (বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জ জেলা ছাত্রশিবিরের আয়োজনে পৌর শহরের হাসননগর এলাকার জেলা ছাত্রশিবিরের কার্যালয়ের প্রাঙ্গণ র‍্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলফত স্কয়ার পয়েন্টে গিয়ে র‍্যালিটি সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, জেলা শিবিরের সভাপতি মেহেদী হাসান তুহিন, সাধারণ সম্পাদক ফারহান শাহরিয়ার ফাহিম, অর্থসম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, গণহত্যা,পিলখানা ও শাপলা চত্বরসহ সকল হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচারকার্য দ্রুত শেষ করতে হবে।

জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান এবং আহতের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।

দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে এবং সকল ধরনের সিন্ডিকেট ভেঙে দিতে হবে। পাশাপাশি রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।

ইএ