চালককে মারধর: কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরের প্রাইমমুভার চালক-শ্রমিক

এখন জনপদে
0

চালককে মারধরের প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন চট্টগ্রাম বন্দরের পণ্য পরিবহনে জড়িত প্রাইমমুভার চালক শ্রমিকরা। মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামের ডিসি পার্কে কথা কাটাকাটির জেরে এক চালককে মারধরের জেরে দুইপক্ষের সংঘর্ষ হয়। আহত হন বেশ কয়েকজন। প্রতিবাদে রাতেই চট্টগ্রাম বন্দরের সিপিআর গেটের সামনে অবস্থান নেন চালক-শ্রমিকরা। বন্ধ হয়ে যায় বন্দরের পণ্য পরিবহন। হামলাকারীদের গ্রেপ্তার না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেন তারা।

২৫ থেকে ৩০ জনের একটি দল লাঠিসোটা হাতে এভাবেই আক্রমণ করে চট্টগ্রামের ফৌজদারহাটের ডিসি পার্কে। এক পর্যায়ে ফটক ভেঙে ভেতরে ঢুকেও চলে তাণ্ডব৷ ভাঙচুর করা হয় ফুলের টব, দোকানপাট। পরে পাল্টা ধাওয়া করে পার্কের কর্মীরাও।

দুই পক্ষের সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন। প্রধান ফটকের টিকিট কাউন্টারও ভাঙচুর করা হয়। লড়ি চালককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষ বলে জানা যায়। কথা কাটাকাটির জেরে এক লড়ি চালককে মারধর করে পার্কের কর্মীরা। পরে চালকরাও সংগঠিত হয়ে পাল্টা আক্রমণ করে।

এদিকে এ ঘটনার জেরে চট্টগ্রাম কাস্টমস সংলগ্ন বন্দরের সিপিআর গেইটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে প্রাইমমুভার চালকরা। মূল সড়কে যান চলাচল বন্ধ করে দেন তারা। চালকদের মারধরকারীদের গ্রেপ্তার ও পার্কের ফুল উৎসব বন্ধের দাবী জানান তারা।

শ্রমিকদের আন্দোলনে সড়কের দুইপাশে আটকা পড়ে শত শত যানবাহন। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। উপায় না দেখে হেঁটেও গন্তব্যে রওনা হন তারা। মধ্য রাতে চট্টগ্রাম বিমানবন্দর,দুটি ইপিজেডকে যুক্তকারী নগরীর প্রধান এই সড়কটি ছেড়ে দেয়ার অনুরোধ করেন নেতারা। কর্মবিরতি চলমান রেখে সকালে বন্দর গেইটে অবস্থানের ঘোষণা দেন।

তবে নেতাদের এ বক্তব্য প্রত্যাখ্যান করে সড়ক থেকে উঠে যেতে অস্বীকৃতি জানান শ্রমিকরা। বরং আরও উত্তেজিত হয়ে সড়কে মাঝে সড়ক বিভাজক ফেলে প্রতিবন্ধকতা তৈরি করেন তারা।

এএইচ