বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন নেত্রকোণা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম কামরুজ্জামান।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কচুগড়া বিওপির ৬ সদস্যের একটি টহল দল মঙ্গলবার ভোরের দিকে কলমাকান্দার খারনই ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী বনবেড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় সীমান্তের কাছে ১২৮ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মাদক চোরাচালানকারীরা।
নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি ) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম কামরুজ্জামান জানান, সীমান্তে নিয়মিত বিজিবির মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদকদ্রব্য নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।